তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৪০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

তিউনিসিয়ার উপকূলে বুধবার অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৪০ জন মারা গেছে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

 

সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের ৪০ অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছে। প্রায় ৭০ অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়।

 

উল্লেখ্য, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে চাওয়া এসব মানুষের জন্য দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে।

 

তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব ১৫০ কিলোমিটার। তিউনিশিয়া হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে এই দ্বীপকে বেছে নেয় অভিবাসীরা।

 

প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। বৈরী আবহাওয়া চলাকালীন উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে।

 

দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) বলেছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।

 

এ সময় তিউনিসিয়ার কাছে জাহাজডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছে ৬০০ থেকে ৭০০ অভিবাসী। আর ২০২৩ সালে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ যায় ১ হাজার তিনশোর বেশি অভিবাসীর। সূত্র: রয়টার্স