থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার বান থানন খোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটির ওপর একটি বিশাল নির্মাণ ক্রেন ভেঙে পড়ে। এতে ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।
স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২২টি লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং বলেন, “দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলাকালে ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করে।”
দুর্ঘটনার সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
























