দিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণ, নিহত ৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে আটজন নিহত ও অনেকে আহত হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

 

ভয়াবহ এই বিস্ফোরণে একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।

 

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৭টি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

 

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

 

বিস্ফোরণের ছবি-ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।