নাঈম আল ইসলাম মাহিনের পুথিকাব্য ‘শিশু মোহাম্মদ (স.)

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২৫

শোনেন শোনেন জগৎবাসী শোনেন দিয়া মন
একটি শিশুর জীবনকথা করিবো বর্ণন
একটি শিশু, শিশু তো নয়, পূর্ণিমারই আলো
মা আমিনার কোলে এসে জগৎকে রাঙালো ।

জন্ম যেদিন হলো শিশুর মা আমিনার ঘরে
পিতামহ মুত্তালিবের খুশি কী আর ধরে
বক্ষে চেপে নাতির শরীর সেই সে রাঙা প্রাতে
উচ্ছ্বসিত দাদা আসেন কাবার আঙিনাতে।

গোত্রপতি বলেন, এ যে আব্দুল্লার আওলাদ
আজ থেকে এই চাঁদের কণার নামটি মুহাম্মাদ
মুহাম্মাদের আগমনে চাচারা খুব খুশি
কুরবানি দেন সদকা করেন আজাদ করেন দাসি
পিতৃহারা শিশুটিরে বক্ষে চেপে রেখে
মা আমিনা আঁধার ধরায় কেবল আলো দেখে।

আয় আয় আয় আয়
আরব দেশে রেওয়াজ ছিল সুদূর প্রাচীন থেকে
অন্য মায়ের কাছে শিশু আসতে হবে রেখে
দূষণ ভরা শহর ছেড়ে সবুজ শ্যামল গাঁয়
মুহাম্মাদকে নিয়ে গেলেন দুধ মা হালিমায়।

মুহাম্মাদের আগমনে মা হালিমার ঘর
সচ্ছলতার পরশ পেল অনটনের পর
পশুর বাটে দুধ এলো আর কুয়োয় এলো জল
গাছে গাছে ফুটলো ফুল আর পাকলো নানান ফল।

এসব দেখে মা হালিমা ভেবে ভেবে সারা
চাঁদমুখো এই শিশু তবে কিসেরও ইশারা!
একটুও না জ্বালায় শিশু একটুও না কাঁদে
আচার-আচরণে কেবল মায়ার ডোরে বাঁধে।
বোঝেন, শিশু নয় সাধারণ অন্য শিশুর মতো
মা হালিমার মন সারাক্ষণ শিশুতে হয় রত।

আয় আয় আয় আয়
একটু বড় হতেই শিশু মক্কায় আসেন ফিরে
মা আমিনার স্নেহ এবং ভালোবাসার নীড়ে
এর কিছুদিন পরে নবি দিলেন মরু পাড়ি
মা আমিনার সঙ্গে গেলেন ঘুরতে মামার বাড়ি।

হাসিখুশি আর আনন্দে কাটলো ক’টা দিন
মায়ের সঙ্গে মামার বাড়ি উৎসবে রঙিন
ফেরার পথে মা আমিনার অসুখ হলো ভারি
ঘরে ফেরার আগেই দিলেন পরপারে পাড়ি।

ইয়াতিম শিশুর নয়ন ছেপে অশ্রু নেমে আসে
হৃদয়পুরে কেবল মায়ের মিষ্টি মুখই ভাসে।
ছোট্ট মোহাম্মদের বয়স মাত্র ছ’বছর
এই বয়সেই দেখতে হলো পিতা-মাতার গোর।

মা হারিয়ে মক্কা ফিরে আসেন শিশু নবি
দাদাই তখন তার জীবনের প্রজ্জ্বলিত রবি
কাবায় গেলে সঙ্গে থাকে শিশু মুহাম্মদ
পাশে রেখে শেখান দাদা প্রভুর ইবাদত।

দাদার আদর ভালোবাসার দিন ফুরিয়ে এলে
পরপারের দিকে যাত্রা করার সময় হলে
চাচা আবু তালিব তাকে বক্ষে নিলেন তুলে
চাচার ভালোবাসায় নবি দুঃখ গেলেন ভুলে।

আয় আয় আয় আয়
আবু তালিব ব্যবসা নিয়ে যাবেন সিরিয়ায়
মোহাম্মদও বায়না ধরে থাকতে কাফেলায়
কেমন করে ফিরিয়ে দেন ভাতিজার আবদার
ছোট্ট মোহাম্মদকে করেন সঙ্গী কাফেলার।
মরুর বুকে রৌদ্র আগুন যাচ্ছে পুড়ে কায়া
একটি ছেলের মাথার ওপর কেবল মেঘের ছায়া।

ঈসায়ি এক ধর্মযাজক চোখে সুরমা মেখে
বিস্মিত হন দূরের থেকে এমন দৃশ্য দেখে
দাওয়াত করে খাওয়ান পুরো কাফেলা তার ঘরে
নিজের কক্ষে ডেকে নিলেন শিশুকে এরপরে।

নানান রকম প্রশ্ন করে বিস্মিত হন খুব
যার আগমন বার্তা খোঁজে পশ্চিম এবং পূব
বাইবেলে যার বর্ণনা এ তারই তো ইঙ্গিত
নবুয়্যতি মোহর দেখে হন তিনি নিশ্চিত।

চাচাজানকে ডেকে বলেন, শুনুন খবরদার
একে নিয়ে আর কখনো হবেন না ঘর বার
সিরিয়াতে না গিয়ে যান আপন দেশে ফিরে
ইয়াহুদিরা টের পেলেই ফেলবে তাকে মেরে।

শেষ জামানার নবি ইনি রাসূল মুহাম্মাদ
তামাম জাহানের জন্যই খুশির সুসংবাদ।