নাসরীন জাহান

নাসরীন জাহান

নাসরীন জাহানের কবিতা ‘কচ্ছপের জীবন চাই? তারাদ্বীপে চলো’

প্রকাশিত : মার্চ ২৮, ২০২৪

চলো তারাদ্বীপে যাই,
সেখানে বাস করি কচ্ছপের সাথে,
তখন আকাশ আসবে কী আসবে না,
বাতাস ফিসফিস ভয়ে চলে যাবে কী যাবে না,

তখন শরীরের নাম মন হবে কীনা,
মন বায়বীয়তায় উবে যাবে কীনা,
দরকার নেই ভাবনার।
মানুষের আয়ুর চেয়ে বেশি কী দরকার?

আসলে আয়ু নিতে যাব,
কচ্ছপকে মানুষের চাতুর্যে ভুলিয়ে
আত্মীয় হব।
তারাদ্বীপে অদ্ভুত সন্ন্যাস যখন নামবে,
যখন কোজাগরীতে মাতাল হবে তারা,
ঠিক আয়ু দিয়ে দেবে...

নিজেরা মরতে চলে যাবে অনেক দূরের সমুদ্রে,
ভেবে নেবে,এ ভূমি তাদের সরলতার আর নেই...

অদ্ভুত শূন্য চরাচর,
শুধু আয়ু নেব,কচ্ছপ হব না?
এমন ভাবনায় প্রকৃতিও মর্মর...