নাসির আহমেদ

নাসির আহমেদ

নাসির আহমেদের কবিতা ‘নিজের সঙ্গে নিজের কথা’

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৪

অদৃশ্য বাতাস আর অবয়বহীন অন্ধকার
অথবা আকৃতিহীন এই যে আলোর ঢেউ এইসব কার প্রতিকৃতি নিয়ে আসে
দিবারাত্রি যাপিত জীবনে,
যখন এমন প্রশ্ন অকস্মাৎ জেগে ওঠে মনে
শূন্যতায় ভেসে যাই, বিশাল শূন্যতা যেন অনন্ত আকাশ ভেসে যাই ভরহীন,
দিনরাত্রিহীন এক বেলুন বাতাস!
ভাসি শুধু শুন্য চরাচরে
সূর্যোদয়-সূর্যাস্তের রক্তাক্ত দৃশ্য কি এই
শুন্যতা ধরতে পারে রঙে কি অক্ষরে?

 

সবই কুয়াশার মতো জটিল রহস্যময় মায়া!
মনে হয় আত্মপ্রেমে এই যে নিমগ্ন সারাক্ষণ
এই আমি কার আমি? শুধু ব্যর্থ ছায়া!

 

এই বোধ জাগা মাত্র সমস্ত আগ্রহ নিভে যায়
অপ্সরী-প্রতিমাতুল্য সুন্দরও টানে না আর
পাশ ফিরে শুই বিতৃষ্ণায়।