
নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২৮, ২০২৫
নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, “নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।”
প্রেস সচিব বলেন, “অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ ও রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।”