নীহার লিখন

নীহার লিখন

নীহার লিখনের ৪ কবিতা

প্রকাশিত : জুন ২০, ২০২২

আনন্দ পাবে

জীবনকে পাত্তা দিও না, শুধু দেখে যাও, দেখে দেখে যাও, আর ওড়ো, ওড়াও

পাথর ও পাখি, বাতাস ও বিমর্ষতাগুলোকে এক করে ফেলাটির খেলাটি শিখতে শিখতে আগাও, আগুন ও জলে হাত পেতে দেওয়ার বিদ্যাটি জেনেই ঘর থেকে বের হও

কবিতা লিখতে চাইলে লিখবে, কিন্তু তার আগে জেনে নিও

কবিতা লেখার জিনিস না, কেউই তা ঠিকঠাক লিখতে পারেনি একটা জীবনে, তবে তাতে লাপাত্তা হয়ে যাওয়া যায়

এক জীবনে বহুবার লাপাত্তা হবার ইচ্ছা থাকলে জীবনকে ভুলে যাও, পারলে গ্যাস বেলুনের মতো তাকে ছেড়ে দিয়ে বিন্দু হওয়া দেখো, আনন্দ পাবে

মদের টেবিলে

বৃষ্টির যে রকম সাদা আলো থাকে, নিকষ অন্ধকারে যে আলোটা খেলে

মদের টেবিলে সবাই শিশু হয়ে যায় সে রকম

হো হো করে শুধু শুধু কাঁদে আর কথা কয়, কথার ওপরে কথা কয়

পেটে মদ পড়লে অজস্র মানুষ দেখি চরম সত্য কেউ হয়, যতটা এ পৃথিবীটা নয়

কারণ এ পৃথিবী খুব অসহায় বাড়ির বৌটির মতো দেখি কঠিন কথার সময়ে চুপ করে রয়

মদের টেবিলে যে দৃশ্য কখনো হয় না

সদা সুন্দরে

শান্তি খুঁজতে খুঁজতে, সবিশেষ তোমার দিকে চোখ ফেলি, দেখা গেল, তুমি যেন আরও বেশিই লাজুক হয়ে গেলে, তা দেখে আমি আরও যেন বেশিই খুশি হয়ে গেলাম, এবং আর মনে থাকলো না, ভুলে গেলাম কী যেন মনে করে তোমার দিকে তাকিয়েছিলাম

এমন ঘটনা অনেক ঘটেছে, দেখতে চেয়েছি এক, আর মজেছি আরেকে

পৃথিবী যেমন মজে থাকে, ভুলে গিয়ে অপার আগুন, চোখ রেখে সদা সুন্দরে

বন্যার সংসার

ফি-বারের বন্যা আসে, কিছুদিন থেকে চলে যায়, আবার আসে

চলে গেলে সব ঠিক হতে থাকে, বসতবাড়িটা আবারও আসে, উঠোন হাসে

ত্রাণের জন্যে মাইক বাজে, বানভাসির জন্যে কত প্যাকেজ আসে, মন্ত্রী আসে, সামাজিক নেতারা আসে, বন্যার জলের মতোই, আবার চলে যায়, একবার চলে গেলে সে বছর আর আসে না

এভাবেই চলে একটা মানবিক বন্যার সংসার, আমাদের বিরহের জীবনের মতো