নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কোর গ্রেফতারি পরোয়ানা জারি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৫
ফিলিস্তিনের গাজায় জাতি হত্যার অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের কয়েজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তুরস্ক অভিযোগ করেছে, ইজরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।
এই গ্রেফতারি পরোয়ানা জারির তালিকায় ৩৭ সন্দেহভাজন রয়েছেন। যদিও ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।
তবে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন: ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। সূত্র: আল জাজিরা























