পশ্চিম তীরে ইজরায়েলি হামলায় আহত ১১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

পশ্চিম তীরে শুক্রবার ইজরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ১১ ফিলিস্তিনি আহত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইজরায়েলি বাহিনীর অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের একজন হাঁটুর নিচে এবং অপরজন ১৭ বছর বয়সী এক কিশোর, পায়ে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, ইজরায়েলি সেনা ও পুলিশ যৌথভাবে ওই শহরে অভিযান চালায়, যুবকদের তাড়া করে এবং গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। অভিযানের সময় তারা কয়েকটি সড়ক বন্ধ করে দেয় এবং স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করে।

এর কয়েক ঘণ্টা আগে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইজরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়। এর একদিন আগে বৃহস্পতিবার হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলার সময় ইজরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়। সূত্র: মিডল ইস্ট মনিটর