পারভীন সুলতানার কবিতা ‘বাংলাদেশের রূপকার’

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৪

জাতির জনক, আমাদের এই
সোনার বাংলার রূপকার
পরাধীনতার শেকল ছিঁড়ে
করলে জাতির উপকার।

জেল হাজতে কাটালে দিন
পাওনি কাছে পরিবার
মন্ত্র ছিল একটা তোমার
দেশকে স্বাধীন করিবার

তোমার খুনে কলঙ্কিত
হলো যেসব জানোয়ার।
মানুষ নামের পাপিষ্ঠদের
কলজে ধরে টানো আর।

মুজিব মানে বাংলাদেশ
আর মুজিব মানে যোদ্ধা
তাই রেখেছি বুকে তোমায়
কৃষক, শ্রমিক, বোদ্ধা।