পুলিশের কুকুর বনাম আন্দোনলকারীর সিংহ

রিফাত বিন সালাম

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০১৯

ইরাকে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের কুকুরের বিরুদ্ধে সিংহসহ রাস্তায় নেমে এসেছে এক আন্দোলনকারী। ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আন্দোলনের ফলে বাগদাদ প্রায় অচল। শুধুমাত্র জরুরি সেবা ও সরকারি কর্মকর্তাদের নিজেদের কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে।

কর্মসংস্থান সংকট দূর করা ও সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে ১ অক্টোবর থেকে বাগদাদে লোকজন আন্দোলন শুরু করে। একই সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়া হয়। এর পরপরই সরকার বিরোধী এই আন্দোলন আরও তীব্রতা হয়ে উঠেছে।

এদিকে, বিক্ষোভ থামাতে অক্টোবরের শেষদিক থেকে স্থানীয় প্রশাসন নগরীজুড়ে কারফিউ জারি করে। কিন্তু বিক্ষোভকারীরা ওই কারফিউ অমান্য করেছে রাস্তায় নামে। এবং শ্লোগান দিতে থাকে। তবে তা আগের চেয়ে অনেক সীমিত পরিসরে। আন্দোলনকারীরা মনে করছে, সরকার বিরোধী চলমান এই আন্দোলন এখন কিছুটা ধীর গতিতে এগোলেও দ্রুতই তা বড় আকার ধারণ করবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরাকের রাজপথ উত্তাল সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি জানিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলি রাজি থাকে তবে পদত্যাগে তার আপত্তি নেই। নির্বাচন এগিয়ে আনতে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ এরই মধ্যে নতুন আইনের খসড়া তৈরির কাজ শুরু করেছেন।