প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বিদ্যুৎস্পৃষ্ট
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৫
কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত ফায়ার ফাইটারদের নাম মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। ঘটনার পরপরই তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ওই দুই সদস্যের সঙ্গে থাকা স্টেশন কমান্ডার মিজানুর রহমান বলেন, “কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে অগ্নিনির্বাপণ কাজ পরিচালনার সময় তারা পানির পাইপের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। ওই মুহূর্তে আকস্মিকভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।”
তাদের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক দুই ফায়ার ফাইটারের ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল মানুষ বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে। সেই আগুনের রেশ ধরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন উদ্ধারকাজ ও আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছিল।
বর্তমানে প্রথম আলো কার্যালয় ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
























