ফটিকছড়িতে ঘর পাচ্ছে ছয়শো নিঃস্ব পরিবার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২১

ফটিকছড়ির ঘরহীন হতদরিদ্র ছয়শো পরিবারকে সেমিপাকা টিনশেড ঘর দেয়া হবে। এরই মধ্যে ৭০টি ঘরের কাজ শেষ হয়েছে।

প্রথমে ‘ক’ শ্রেণির যাদের ঘর দেয়া হবে, তাদের তালিকা শেষ হয়েছে। ঘরগুলোর নির্মাণকাজ তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন।

ফটিকছড়ির রাঙ্গামাটিয়া, উপজেলার পাইন্দং, খিরাম, কাঞ্চননগর, সুয়াবিল, নারায়ণহাট, ভুজপুর ও ধর্মপুর ইউনিয়নে এসব ঘর তৈরি কাজ চলছে।

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, এ প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।