ফিলিস্তিনি ৫ বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৪, ২০২৫

যুদ্ধবিরতির অংশ হিসেবে ৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়।

 

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এখনো হাজার হাজার ফিলিস্তিনি ইজরায়েলে আটক রয়েছে। যাদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই তথাকথিত প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।

 

এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ইজরায়েল তাদের ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করে। এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়াল ২৭০।

 

মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৭৮টি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে। অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুযায়ী বাকি মরদেহগুলোর পরীক্ষার কাজ চলছে। এরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেরত পাওয়া অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, হাত বাঁধা, চোখে কাপড় বাঁধা ও মুখ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহগুলো কোনো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই ফেরত দেওয়া হয়।

 

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানায়, সোমবার দক্ষিণ গাজার রাফার উত্তরে ইজরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, কিছু ব্যক্তি ‘হলুদ রেখা’ অতিক্রম করায় তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে। এই লাইন অতিক্রম করাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করে থাকে ইজরায়েল।

 

তবে এ ঘটনা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একই ঘটনায় তিনজন নিহত হয়েছেন কিনা, সেটিও স্পষ্ট নয়। এছাড়া গাজা সিটির পূর্বাংশে দখলদার বাহিনীর গুলিতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে আল-আহলি আরব হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। সূত্র: আল জাজিরা