‘বর্তমান সময়’ এর সম্পাদককে গুলি করে হত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৫
সন্ত্রাসীদের গুলিতে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত ও একজন আহত হয়েছে।
আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময় এর সম্পাদক এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহজাহান আহমেদ বলেন, “দেবাশীষ বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
























