ফাইল ছবি

ফাইল ছবি

বিজ্ঞাপনে বিদেশি শিল্পী নিলে উচ্চ কর: তথ্যমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৭, ২০১৯

দেশীয় বিজ্ঞাপন নির্মাণে বিদেশি শিল্পী নেয়া হলে অতিরিক্ত কর দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশের ছেলেমেয়েদের দিয়ে বিজ্ঞাপন তৈরি না করে বিদেশের দ্বিতীয় গ্রেডের শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানানো হচ্ছে, যেটি সমীচীন নয়। যখন দেশে শুধুমাত্র বিটিভি একটি মাত্র চ্যানেল ছিল, তখন বিটিভিতে ব্যাপক বিজ্ঞাপন প্রচারিত হতো, তখন বিদেশি কোনো শিল্পী দিয়ে যদি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হতো সেটার জন্য এক্সটা ট্যাক্স দিতে হতো।”

মন্ত্রী আরো বলেন, “অবশ্যই মুক্তবাজার অর্থনীতিতে যে কেউ যে কাউকে দিয়ে, হলিউডের শিল্পী দিয়েও (বিজ্ঞাপন) বানাতে পারেন, অসুবিধা নেই। সেটার জন্য অবশ্যই অনেক বেশি ট্যাক্স দিতে হবে। আমাদের শিল্পীদের বঞ্চিত করে বাইরের শিল্পী দিয়ে বানানোর একটা যৌক্তিকতাও থাকতে হবে। সুতরাং আমরা এক্ষেত্রে একটা নিয়মনীতি প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “এ বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে এবং সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া বলে।”