বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু করলো চীন, পেরোবে অর্ধেক পৃথিবী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৯ ঘণ্টা আকাশে উড়ে সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পৌঁছে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক প্লেন যাত্রার রেকর্ড গড়ল।
ফ্লাইটটি প্রায় ১২,৪০০ মাইল পথ পাড়ি দিয়েছে, যা পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক। এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক-সিঙ্গাপুর রুটের (১৯ ঘণ্টা) দখলে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে এটি আর্জেন্টিনার ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে এটি বিরতিহীন ফ্লাইট ছিল না। জ্বালানি সংগ্রহ ও ক্রু পরিবর্তনের জন্য বিমানটি নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাত্রাবিরতি নেয়। চীন থেকে আর্জেন্টিনা যেতে সময় লাগে ২৫ ঘণ্টার বেশি, আর ফিরতি পথে সময় লাগে প্রায় ২৯ ঘণ্টা।
এই দীর্ঘ ভ্রমণ সময়ের কারণেই এটি এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিমান রুটের স্বীকৃতি পেয়েছে। বিমান ও রুট পরিকল্পনা ৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি এখন থেকে সপ্তাহে দুবার এই রুটে চলাচল করবে।
আর্জেন্টিনায় বসবাসরত বিশাল পূর্ব এশীয় প্রবাসীদের সুবিধার্থে এই রুট চালু করা হয়েছে। সূত্র: সিনহুয়া
























