বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হুসেনের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৫

বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হুসেনের আজ মৃত্যুদিন। ১৯৩৮ সালের ১৫ অক্টোবর কলকাতায় মারা যান। ১৮৯৬ সালের ৬ জানুয়ারি যশোর জেলার পানিসারা গ্রামে তার জন্ম।

পিতা হাজী মোহাম্মদ মুসা ছিলেন বিশিষ্ট আলেম। ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই আপ্তবাক্য সামনে রেখে আবুল হুসেন তার ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সূচনা করন।

বাঙালি মুসলমান সমাজকে জাগিয়ে তোলাই ছিল তার ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের অন্যতম লক্ষ্য। স্বাধীন মতপ্রকাশকে তিনি স্বজাতির আর্থসামাজিক ও রাজনৈতিক মুক্তির পূর্বশর্ত বলে মনে করতেন।

তিনি কর্মজীবন শুরু করেন স্কুলে শিক্ষকতা দিয়ে। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও বাণিজ্য বিভাগের লেকচারার পদে। ছিলেন মুসলিম হলের হাউস টিউটর।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। অবিভক্ত বাংলার বিধানসভায় পাসকৃত ওয়াক্ফ আইনের খসড়া আবুল হুসেনই প্রস্তুত করেন।

তিনি বাংলা ও ইংরেজিতে বহু গ্রন্থ রচনা করেছেন। তার রচনায় মুক্তবুদ্ধি, উদার চিন্তা ও অসাম্প্রদায়িক সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতিফলন ঘটে।

তাঁর রচনাবলির মধ্যে রয়েছে: বাঙালী মুসলমানদের শিক্ষাসমস্যা (১৯২৮), মুসলিম কালচার (১৯২৮), বাঙলার নদীসমস্যা, শতকরা পঁয়তাল্লিশ জের, সুদ-রিবা ও রেওয়াজ, নিষেধের বিড়ম্বনা, Helots of Bengal, Religion of Helots of Bengal, Development of Muslim Law in British, কৃষকের আর্তনাদ, কৃষকের দুর্দশা এবং কৃষি বিপ্লবের সূচনা।