বেনি এনডারসন

বেনি এনডারসন

বেনি এনডারসনের কবিতা ‘এখন কী হবে যদি’

ভাষান্তর: রথো রাফি

প্রকাশিত : জুন ০৬, ২০২২

এখন কী হবে যদি মনে হয়
এ সত্যিকারের এক রহস্য
যেখানে দোষীদের খুঁজে বের করা হয় না
               সবচেয়ে বড় সন্দেহ পড়ে গিয়ে
               ওই আস্তানায় যার কথা কেউ কল্পনাও করেনি
               চোর পালালে বুদ্ধি বাড়ে যাদের তাদের কাছে তবু তা স্পষ্ট ঠেকে
                           এখন কী হবে যদি রিংলিডাররা
                           শুধু নিজের কাছেই
                           আর অন্য সবার শুধু কল্পনাতেই রিংলিডার
এখন কী হবে যদি ‘বড় মাছটি’
কাছে গেলে হয়ে পড়ে
কানপুঁটি, পচাগলা মাছ কিংবা টোপ শুধু?
            এখন কী হবে ওইসব আস্তানার
            সমস্ত তথ্য ইঙ্গিত করে যদি:
            অবৈধ অস্ত্র আর মাদক চক্র
                         বহু বহুজাতিক করপোরেশন
                         বহু ব্যাংক আর সরকার
                         কেজিবি সিআইএ
মাফিয়া
নির্বাসিত— আর নয়া-নাজি
সন্ত্রাসী গোষ্ঠী
               গোপন আস্তানা
               অপ্রকাশ্য— এই আর ওই
               ইত্যাদি ইত্যাদি
                        এ সবই ছোটখাট ভুল অনুমান
                        অজানা ও বিশাল কোনো হিমশৈলের
                         বাইরের দৃশ্যমান চূড়া থেকে
এ কোনোভাবেই কুকর্ম থেকে বিরত রাখবে না তাদের
কিন্তু এখন কী হবে যদি মনে হয়
এ সত্যিকারের এক রহস্য
              যেখানে রিংলিডারকে শুধু মনে হয়
              সত্যিকারের রিংলিডারদের বিশাল চক্রের
               নেহাতই এক সম্মুখযোদ্ধা
                        কী হবে এখন যদি সত্যিকারের রিংলিডারকে দেখতে
                        নেহাতই ঘটনার শিকার হওয়া কারো মতোই লাগে
                        মনে হয় নেহাতই শিকার
এখন কী হবে যদি রিংলিডাররা শিকারে পরিণত হন
সৎ শ্রমিক আর বেকার
দায়িত্বশীল স্কুল মাস্টার
            সচেতন গবেষক
            উদ্বিগ্ন গৃহিণীরা
            তরুণ ট্রাক ড্রাইভার
                      কঠোর পরিশ্রমী কৃষক
                      কারখানা আর অফিসের মানুষজন
                      সাগরে বেরিয়ে পড়া মানুষজন
খনিতে কিংবা হাসপাতালে থাকা মানুষ
যেসব মানুষ কখনও
কারো ক্ষতি করে না
             এখন কী হবে যদি এসব দোষীরা
             আসলেই সাধারণ মানুষ হয়
             যারা আসলে কিছুই করেনি
                         যাদের এ বিষয়ে কিছুই করার ক্ষমতা নেই
                         যেমন আমার বা আপনার মতো
                         নিরীহ মানুষ
কী হবে এখন যদি মনে হয়
এ আসলেই এক রহস্য
আর সবশেষে আমরা যদি তা-ই দেখতে পাই
             কীভাবেই বা এর প্রতিক্রিয়া দেখাবো
             আর যে কাজ আমরা করিনি তার জন্য
             কীভাবেই বা নিজেদের শায়েস্তা করবো
                        আর এজন্য নিজেদেরই বা কীভাবে করবো ক্ষমা
                        কারণ জানতাম না আমরা আসলে কী করছিলাম
                        যখন কিনা আমরা এমনকি তা করিওনি
যাই হোক, এ কোনো
সত্যিকারের রহস্য নয়
কারণ ইহকালে কে খুঁজে বের করতে
     পারবে আমাদের?

কবি পরিচিতি: ড্যানিশ কবি, লেখক, গীতিকার, সুরকার ও পিয়ানোবাদক বেনি অ্যান্ডারসেনের জন্ম ১৯২৯ সালের ৭ নভেম্বর। গায়ক পোভল ডিসিংয়ের সাথে তার সহযোগিতার জন্য তাকে প্রায়ই স্মরণ করা হয়। তারা একসাথে Svantes viser সংগ্রহ থেকে অ্যান্ডারসেনের কবিতা নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবাম ও অ্যান্ডারসেনের বই Svantes viser ডেনিশ সংস্কৃতি মন্ত্রক কর্তৃক ২০০৬ সালে ‘জনপ্রিয় সঙ্গীত’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অ্যান্ডারসেনের সামলেদে ডিগেট ডেনমার্কে এক লাখের বেশি কপি বিক্রি হয়। ডেনমার্কে বেনি অ্যান্ডারসেন শিশু সাহিত্যের সুপরিচিত লেখক ছিলেন। ১৯৭১ সালে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের শিশু বই পুরস্কার পান। ১৯৮০ এর দশকে চমত্কার প্রাণী স্নোভসেন সম্পর্কে তার বইগুলি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে ৯০ এর দশকের প্রথমদিকে দুটি চলচ্চিত্রকে অনুপ্রাণিত করে। অ্যান্ডারসন ১৯৭২ সালে সালে ডেনিশ একাডেমির সদস্য হন। বেনি অ্যান্ডারসেন ২০১৮ সালের ১৬ আগস্ট কোপেনহেগেনের উত্তরে সোরজেনফ্রিতে পারিবারিক বাড়িতে মারা যান।