ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৫
ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে স্কুল শিক্ষক রাও দানিশ আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ জানা যায়নি।
বুধবার রাত প্রায় ৯টার দিকে রাও দানিশ আলী দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।
হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, ‘তুমি আমাকে এখনও চেনো না, এখন চিনবা।’ এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ। আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব বলেন, “হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়।”
পুলিশ জানিয়েছে, ৬টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি বলেন, “রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।”
এ হত্যাকাণ্ড এমন একদিনে ঘটল যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তর প্রদেশের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। সূত্র: দ্য হিন্দু
























