ভারতের উত্তরাখণ্ডে ১১ সেনা নিখোঁজ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৬, ২০২৫

মঙ্গলবার ভারতের উত্তরাখণ্ডের হারসিলে আকস্মিক বন্যায় স্থানীয় সেনাক্যাম্পের ১১ সেনা নিখোঁজ হয়ে গেছে। মারা গেছে বেসামরিক চার নাগরিক এবং নিখোঁজ আছে ১৫০ জনেরও বেশি মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউড ব্রাস্ট ঘটে। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।

ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজ বুধবারও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে।

ক্লাউড ব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউড ব্রাস্ট ঘটে। যখন ক্লাউড ব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়।

এ পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সূত্র: এনডিটিভি