
মলয়চন্দন মুখোপাধ্যায়ের কবিতা ‘একটি জীবন যথেষ্ট নয়’
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৩
একটা জীবন যথেষ্ট নয়
একটি জীবন যথেষ্ট নয় মোটে
একশো একুশ জীবন পেলে
সঠিক নারীর ঠোঁট রাখা যায় ঠোঁটে।
একটি মৃত্যু যথেষ্ট নয়
অনেক মৃত্যু, অনেক মাটি, ছাই
হলে শরীর দৈবানুকূল
স্বপ্নাভা সেই পরির দেখা পায়।