মাসুদ পথিক

মাসুদ পথিক

মাসুদ পথিকের কবিতা ‘উচ্চপদস্থের দৃশ্য শিকার’

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২২

আমি ও আমার মৃত বাবা এখন মুখোমুখি
আমি এখন উচ্চপদস্থ, যদিও
বাবা চোর ছ্যাঁচড় ছিলেন, তাকেও পদস্থ করা কর্তব্য

বাবা দিবস। পপুলার হয়ে গাছে উঠে বসেছে
ডে বাই ডে
সো, চলছে ফেসবুকের কন্টেন্ট আওয়ার
চোখে রঙিন চশমা লাগিয়ে
চোর কিংবা চাষার সন্তান পরিচয় লুকিয়ে আমি
তৈরি করছি নিউ বাচনভঙ্গি

সমূহ
লোকালয় এসে বসেছে সমুখে; আমার হীনমন্য অতীত

বাবা মাটিতে বসে পানতা মরিচ খাচ্ছেন
মা তালপাতার পাখায় দিচ্ছেন হাওয়া

দুলে উঠেছে, কাঁপছে স্বশিক্ষিত জঙ্গল ও পাটক্ষেত
দুলে উঠছে সিঁদকাটা রাতের স্মৃতি ও ভূতপ্রেত

পদস্থ হয়ে উঠছে সব বাবা, ইতিহাস, রক্ত, জাত
আর হয়ে উঠছে ধোঁয়া ওঠা গরম ভাত

দুই.
মানুষটা প্রেমিক, তার বুক চিরে ফেলার পর
পাওয়া গেল একটা আকাশ
আকাশে উড়ছে একটা গুহালিক

এরকম হালিক গ্রামদেশে এখন বিলুপ্ত প্রায়

জগৎ বিশ্বাসের ছোট মেয়ে নিয়তি গাবডালে ঝুলে
আত্মহত্যার করার পর জানা গেল,
তার গর্ভে একটা হালিক জন্মেছিল

অবৈধ এবং
তুচ্ছ অর্থেই তাকে ডাকা হতো গুহালিক
বহুকাল পর এই কাহিনি দ্বিখণ্ডিত করলে

ভেতরে পাওয়া গেল এক অমর প্রেম, যদিও
প্রেম কুমার কবেই নদীতে ডুবে মারা গেছে