মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

আজ রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

 

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। এতে ১০ জন নিহত হয়্ পরদিন শনিবার ৩ বার মৃদু ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে।

 

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত ৩টি ভূমিকম্প হয়। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।

 

এরপর রাত ১১টা ১ মিনিটে (বাংলাদেশ সময়) মিয়ানমারে অনুভূত হয় ৩ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।