মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার: আখতার হোসেন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সোমবার গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

 

আখতার হোসেন বলেন, “মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।”

 

তিনি আরও বলেন, “সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি, অতিদ্রুত এ রায় কার্যকর করা হোক। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে বিশ্বের কাছে একটা নজির তৈরি হবে।”

 

আখতার হোসেন বলেন, “ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে তারা সোপর্দ করবে।”

 

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আদালত সোমবার দুপুরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশের ঘোষণা দেন। মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।