মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিকের পাঁচটি কবিতা

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২১

হতভাগ্য

পথ হারিয়ে পথকে খুঁজি
দিন হারিয়ে খুঁজি কার রাত
খাঁচা খুলে দিয়ে পাখি;
তোর আঙিনায় দুয়ার
মাঝপুকুরে ছুঁতে চাই, জল;
খেলাঘরে, জনম অপার,
ধাতৃগাঁয়ে, গোর অসীমার!

জল, হাওয়া

হা উন্মাতাল
ভস্মের হাসি,
হাওয়ায় আকুল ;
আমি খুঁজি,
দুধে-নাওয়া
চাঁপার পাপড়ি ;

হু হতশ্বাস
ছলছলাৎ জল
জোয়ার- ভাটায়,
শব-পচা ঘ্রাণ;
জল বলে, চ চল
সাগর উথাল;

আমি গনি,
ধূপ-চামেলির
অথই কৌতুক!

অনাদিম, অলীক

এ অকালে,
কালের ধুয়া
জাদুমন্ত্র,
প্রাকৃতিক সে
যাপিত গীত,
সাধন,ভাষা
ভজন, প্রণয়
মূল, আত্মতা;
গুজর গুঞ্জন
আশার বেসাত
নিরাশার টোপ
হাঁক হুঙ্কার,
এত না  জঞ্জাল
বানেই,যাক না

ও মন, বলি
কৃষিকাজটা
এবার, শিখেই
নাও না, প্রাণে
চিত্তেদেহে
কাম-রসনায়;
চি চিচিং চু
ফাঁকটা, রুদ্ধ
হয় হয় হয়তো,
পতিত জমিন
আবাদ হবে
শব- সাধনায়,
বাজি, যখন

জন্ম জয়ের ;
দুয়ার-পইঠায়
তা তা থই থই
শত-সহস্র
ওষ্ঠভাঙা
হাসি উচ্ছল
রাঙা ঠৌঁটে
উথাল, চোখ, চুল;
কে দেখবি, আয়,
আদিম কালের
চাঁদিম মেলা,
ডিম, যে খুঁজিস,
ঘোড়াই উধাও!

বোঝা, না-বোঝার

স্বপ্ন, কাঁদুক ;
ওহে সাবধানী,
তোমার কথার
মুখর পাখিটি,
বন্দি রেখো গো
বুকের খাঁচায় ;

ঠোকরাক শিক
আর্ত নিনাদে
সারাদিনরাত,
ক্ষতি নেই কারো ;
ধাতব দণ্ডে
ঠোঁটের আঘাতে,
ছোটে, স্ফূলিঙ্গ

হয়, এক সাঁঝ,
সহসা বেভুল
জোনাকি পুচ্ছে
আলো, জ্বলে, নেবে ;
ক্ষণিক প্রলাপ
না কি বিভ্রম ;
তা বা, কদাচিৎ!

যা কিছু বলার নয়

যে যা কিছু বলুক না
যে গান বাঁধুক সাধু বাউল বা সুফি;
দিনরাত্রি  আবাস- নিবাস
দায় ঠাঁই ঠিকানা- জিরাত
হিসাবপত্তর গোছগাছ করে রেখো

কোথা থেকে এলে কিংবা যাবে বা কোথায়,
সে প্শ্ন উহ্য থেকে যাক, ক্ষতি নেই
চড়তেই হবে বা  চিতায়,
হবে যদি গৃহকোণ অন্তিমে, মাটির

আজরাইল বা যমদূত, খাংরাস্বরে
জানতে চাইবে, জন্ম- নিবন্ধন কই
মাতা-পিতা নাম-ধাম জাতীয় আই ডি;
বিস্ময়ে বিহ্বল মিনমিন শব্দহীন শব্দে
চাইতেও পারো বা জানতে; খোদ প্রভুও কী জানেন না,

তুমি কে সে অভ্যাগত
কোন বা অতিথি, অবশেষে
এসেছো প্রাণের দ্বারে; তাই হে পথিক
সাবধান, হিসাবে গরমিল যেন বা না ঘটে;

এ-পারে ও-পারে, পারাপারে
ফানা ফানা ফেনিয়ে উঠেছে; বিষবাষ্পসাধাা