যমুনার আশপাশে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেফতার ২৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের স্লোগান-সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এছাড়া ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান-সংবলিত ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন।

ডিবির মিরপুর বিভাগ ৩ জন, রমনা বিভাগ ৩ জন, সাইবার সিকিউরিটি বিভাগ দুজন, মতিঝিল বিভাগ ৪ জন, ওয়ারী বিভাগ ৫ জন, উত্তরা বিভাগ দুজন, তেজগাঁও বিভাগ দুজন, লালবাগ বিভাগ ৩ জন ও গুলশান বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্রের বরাত দিয়ে ডিএমপি নিউজ লিখেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।