যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইজরায়েলি হামলা, নিহত ৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইজরায়েলি বাহিনী গাজার দুই স্থানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ৯ ফিলিস্তিনি নিহত হয়। গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিল নিহতরা।
আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিল কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
যুদ্ধবিরতির আওতায় ১৩ অক্টোবর ২০ ইজরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশো বন্দিসহ ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব।
তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ। সোমবার হামাস গাজা থেকে ইজরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের ফেরত দেয় ইজরায়েল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইজরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়।
এর জবাবে ২ বছরের ইজরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয় বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারও মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সূত্র: আল জাজিরা























