যুদ্ধবিরতির মধ্যেও ইজরায়েলি হামলায় গাজায় নিহত ৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা।
তারা জানিয়েছে, ইজরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একজন আজ বৃহস্পতিবার সকালে খান ইউনুসের বানি সুওহাইলা এলাকায় ইজরায়েলি ড্রোন হামলায় নিহত হয়।
আরেকজন ২ দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এরপর আজ মারা যায়।
এর আগে আজ সকালে বানি সুওহাইলা এলাকায় ড্রোন হামলায় দুজন আহত হয়। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের উত্তরের আর-রাম শহরে ইজরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি আহত হয়।
সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতা প্রাচীরের আশপাশে ইজরায়েলি বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে। ফলে বহু মানুষ হতাহত হয়েছে।
বুধবার প্রাচীরের কাছে ইজরায়েলি সেনাদের মারধরে ৫৭ বছর বয়সী সেলিম আবু আইশা নিহত হন।























