রাজীব আশরাফ

রাজীব আশরাফ

রাজীব আশরাফের ৩ কবিতা

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২২

আজ অনেক দিন পর

মনে হচ্ছে, খুঁজে পেয়েছি ঘর
চেনা হয়ে গেছে কে আপন পর
চিঠিও পৌঁছেছে প্রাপক বরাবর
পোড়ানোও শেষ যাপনের কাঠখড়

আজ অনেক দিন পর
বাতাসে বৃষ্টির সোঁদা গন্ধ আতর
ভিজে গেছে পুরাতন শ্বেত মর্মর
তালা ঝুলিয়েছে কত কত ডাকঘর
তারপর ঘাম দিয়ে ছেড়ে গেছে জ্বর

আজ অনেক দিন পর
উঠছে নামছে স্বীয় বুকের হাঁপর
ওদিকে জমেছে দুধের ওপর সর
কাঁধে মুনকার আর নাকিরের ভর
কত নদীতে পড়েছে শত চর

আজ অনেক দিন পর
ঝগড়া শেষ হয়েছে আমাদের অতঃপর
আবার কি শুরু হবে কথাশব্দধ্বনিতে ঝড়
মন বস্তুর মতো পড়ে আছে চুপ নিথর
শরীরও ভারি অশরীরী পাথরসম অনড়

আজ অনেক দিন পর
ম্রিয়মান হয়ে আছে কবিতার অনুচ্চ স্বর
বেঁচে থাকাটা হয়েছে নিরুদ্দেশ বেখবর
জলের নিচে প্রবাহমান তবু কিছু নুড়ি পাথর
কেন যে আমি খুব বিষণ্ণ, বিষাদ কাতর

কদাচিৎ দেখা হয়

যদিও একই আঁতুড়ালয়
তবুও মনের সাথে হৃদয়ের হায়
কদাচিৎ দেখা হয়!

যদিও পিঠোপিঠি ভাইবোন
তবু মনের কথা হৃদয় বোঝে না
হৃদয়ের কথা মন!

বাকিটা জীবন

ফুল হাওয়া লতা
কত কত কথা
তবু নীরবতা
কোত্থেকে আসে
আজ চারপাশে
এই দীর্ঘশ্বাসে
দেখি বারোমাসে
পার্বণ পথে
মেঘ মন্থর
বৃষ্টি বিলাসে
ভাবা কোনোমতে
মতেও অমিল
রৌদ্র অখিল
সহমত ভাই
আশপাশে নাই
তাই দেখা যায়
সড়কে সাধু
আর জানালায়
সন্ধ্যা জাদু
মেঘেরা সিঁদুর
বেদনা বিধুর
আরেকটি দিন
গোটা একদিন
চলেই যে যায়
আমাকে ভাবায়
এক দুই তিন
বয়সের ভারে
আমি আহারে
হারিয়ে যাব
মাটির গভীর
আমার শরীর
বিদেহ হবে
খুব নীরবে
স্বিয় কবরে
তাই অবসরে
লিখে যাই এই
আমার মরণ
খুব সামলেই
ফেলেছি চরণ
তাই গুণে গুণে
তাতে কী যে লাভ
গরম উনুনে
নিয়তি স্বভাব
কোথায় দাঁড়াবে
কিভাবে পালাবে
তারচেয়ে চুপ
চিন্তার কূপ
করিয়া খনন
তাতে দিয়া ডুব
ডুব দিয়া চুপ
থাকি আমরণ
বাকিটা জীবন!