রাহমান চৌধুরীর কবিতা ‘জীবনের মানে বদলে দিচ্ছে প্রযুক্তি’

প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৪

জীবনের মা‌নে পা‌ল্টে যা‌চ্ছে প্রতি‌দিন
প্রযু‌ক্তি প্রতি‌দিন জীব‌নের মা‌নে পা‌ল্টে দি‌চ্ছে
প্রযু‌ক্তি হ‌য়ে উঠ‌ছে আজ সকল কিছুর নী‌তি নির্ধারক
প্রযু‌ক্তি এখন আমরা তৈ‌রি ক‌রি না বরং প্রযু‌ক্তি আমা‌দের তৈ‌রি ক‌রে।
প্রযু‌ক্তির উপ‌রে আজ আর মানু‌ষের নিয়ন্ত্রণ নেই পুঁজিবাদী এই বি‌শ্বে
প্রযু‌ক্তি আজ পুঁজিবাদী‌দের মুনাফার প্রধান অস্ত্র

মানু‌ষের প্রয়োজ‌নেই প্রযু‌ক্তির উদ্ভব হ‌য়ে‌ছিল
কিন্তু
পুঁজিবাদী বি‌শ্বে প্রযু‌ক্তির প্রয়োজ‌নে আজ মান‌ুষ নি‌জে‌কে পাল্টা‌চ্ছে
পুঁজিবাদী বি‌শ্বে মানু‌ষের হৃদয় ক্রমাগত ক্ষয় হ‌চ্ছে
হৃদ‌য়ের জায়গা দখল কর‌ছে প্রযু‌ক্তি
হৃদ‌য়ের স‌ঙ্গে এখন আর হৃদ‌য়ের যোগসূত্র গ‌ড়ে ওঠে না
সব যোগসূ‌ত্রের প্রধান মাধ‌্যম এখন প্রযু‌ক্তি
মানু‌ষের হৃদয়‌কে প্রতি‌দিন হ‌টি‌য়ে দিচ্ছে প্রযু‌ক্তি

ফাউস্ট যেমন শয়তা‌নের কা‌ছে তার আত্মা বি‌ক্রি ক‌রে‌ছিল
মানুষ তার হৃদয় বন্ধক দি‌য়ে‌ছে আজ প্রযু‌ক্তির কা‌ছে
প্রযু‌ক্তি ক্রয় এখন সাধারণ মানু‌ষের সব‌চে‌য়ে বড় স্বপ্ন
মানু‌ষের প‌রিচয় এখন নির্ধা‌রিত হয় প্রযু‌ক্তি ক্রয়
এবং
সকল রকম ক্রয় ক্ষমতার দ্বারা