রাহমান চৌধুরীর কবিতা ‘শাসকই আসলে পরাজিত’

প্রকাশিত : মার্চ ০২, ২০২১

খোলা প্রান্তরে সে ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল
বাতাসে তার পাতলা চুলগুলি উড়ছিল।

ছয়জন প্রহরীর হাতে উদ্যত বন্দুক
নিশানা সামনে দাঁড়িয়ে থাকা যুবকের বক্ষ
যুবক স্পষ্ট তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে ছয় বন্দুকধারী প্রহরীর দিকে

ভয়ের কোনো চিহ্ন নেই তার চোখে মুখে
যদিও মৃত্যুর শীতল প্রবাহ তার রক্তের ভিতরে খেলা করে যাচ্ছিল
যুবক তবুও দৃঢ়চিত্তে মুখোমুখি সঙ্গীনগুলির
শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে।

যুবকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে মাত্র কয়েকঘণ্টা আগে
যুবকটির অপরাধ শাসকদের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল
কলম ধরেছিল

শাসকরা এক যুবকের একটি কলমকে এতই ভয় পাচ্ছিল যে,
ছয়টি বন্দুক তার বিপরীতে দাঁড় করিয়ে দিল
ভদ্রসমাজ মুখ বুজে মেনে নিয়েছিল যুবকের প্রতি এ দণ্ড
পাশাপাশি ক্ষোভে ফুসছিল বিরাট জনতা

ছয়টি বন্দুক বিকট শব্দ গর্জে উঠলো, মৃত যুবকের রক্তাক্ত দেহ গড়িয়ে পড়লো ভূমিতে
ঠিক সেই ভূমি যা স্বাধীন করবার জন্য তার পিতা প্রাণ দিয়েছিল একদিন।

কার পরাজয় ঘটলো এই মৃত্যুর ভিতর দিয়ে?

সেই শাসকের
যুবকের লেখনির ভয়ে ভীত হয়ে যে শাসক
নির্মম আইন নামক প্রহসনের ভিতর দিয়ে যুবকটিকে হত্যা করলো।

শাসকই আসলে পরাজিত
হৃদকম্প শুরু হয়েছে তার।