রিফাহ সানজিদা

রিফাহ সানজিদা

রিফাহ সানজিদার কবিতা ‘স্টারি নাইট’

প্রকাশিত : জুলাই ১৪, ২০২১

আকাশে একটা সুন্দর নীল কালো আভা থাকে এইসব সন্ধ্যায়, চাঁদ নেই তবু
একটা আলোতে ছেয়ে আছে রাতের আকাশ। আকাশভর্তি তারা একেবারে।
আকাশটা সমুদ্রের মতো, ওতে কত মেঘ ভেসে যায় জাহাজের মতো
নোঙর ফেলে মাঝেসাঝে দাঁড়িয়ে থাকে একটা বিশাল ভারি মেঘ।

এইসব খেলা দেখতে ভারি ভালো লাগে।
খোলা চুল যখন বাতাসে ওড়ে, মনে হয় বারান্দাটা একটা খোলা ডিঙি নৌকো, ভাসিয়ে নেবে এক্ষুণি।

দূরে কোথায় যেন বাজে একটা পুরোনো গান, পাশের বাসার মিমিটা জোরে জোরে পড়ছে
সে শব্দ ছাপিয়ে কানে আসে আরও কত কোলাহল-গুঞ্জন, একটু কান পাতলেই বারান্দায় দাঁড়িয়ে দূরে
কারও বাসা থেকে ভেসে আসা হাসির শব্দ পাওয়া যায়। জীবন মানে একরাশ কোলাহল, সে যেখানেই হোক।

এইবার হঠাৎ টের পাওয়া যায়, কে যেন মাছ ভাজছে, মেছো গন্ধে ভরে যায় চারপাশ।
আহা! কার বাড়িতে থালা বাসন নিয়ে আনন্দের সাথে অপেক্ষা চলছে মাছ খাবার, কে জানে!
একটা রিকশা যায় টুংটাং শব্দে, খালি রিকশা, নিশ্চয়ই বাড়ি ফিরছে সে।
একলোক যাচ্ছে ওই তো রাস্তায়, বাজার হাতে
তার স্ত্রী নিশ্চয়ই অপেক্ষায় আছে স্বামীর ফেরার।

কালো জরি দিয়ে ভরা একটা রাত নেমে আসছে এই শহরে, চুপিচুপি।
তারার রাত, এই শহরে ম্যাজিকাল মিস্ট্রি সৃষ্টি করে। মনে হয় যেন একেকটা তারা লুকিয়ে রেখেছে একেকটা ম্যাজিক।
ঝকমকে তারার জরি ছড়াচ্ছে আকাশ।

এইসব সন্ধ্যাগুলো অবকাশের, চিরচেনা মাটি বাতাস আর মানুষের গন্ধ চারদিকে।
একটা ঝিরিঝিরি বাতাস বইছে, তার মধ্যে
আর আছে বিশাল আকাশ, তার থালাভর্তি জরি জরি তারা।
এইটা নিশ্চিত একটা স্টারি নাইট, ভিনসেন্ট ভ্যান ঘগের স্টারি নাইট নামছে এই শহরে।