র্যাবের ওপর হামলা ৫০০ দুর্বৃত্তের হামলা, র্যাবের ১ সদস্য নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে মাইকে ঘোষণা দিয়ে চার থেকে পাঁচশ দুর্বৃত্ত র্যাবের ওপর হামলা চালিয়েছে। হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র্যাবের ৪ সদস্য গুরুতর আহত হয়। পরে থানা-পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। এরপর চট্টগ্রাম সিএমএইচের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে। বাকি ৩ র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। এলাকাটি থেকে র্যাব সদস্যদের বহনকারী দুটি মাইক্রোবাস ফিরে আসার সময় ভাঙচুরের শিকার হয়।
সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র্যাব সদস্যরা।
সন্ত্রাসীরা গুলির পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে র্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব, ল্যান্সনায়েক ইমাম উদ্দিন, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত গুরুতর আহত হন।
গুরুতর আহত মোতালেবকে উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলেও অন্যদের জিম্মি করে রাখে সন্ত্রাসীরা। পরে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “র্যাবের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সোমবার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৪নং সমাজের মৃত নুরুল আলমের ছেলে নুরুল আমিন প্রকাশ মনাকে (৩২) আহত অবস্থায় র্যাব-৭ গ্রেফতার করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, “নুরুল আমিন প্রকাশ মনা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনও সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ সেখানে।























