প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শঙ্কর দয়াল শর্মার কবিতা ‘কোরআন’

প্রকাশিত : মার্চ ১৪, ২০২৪

শঙ্কর দয়াল শর্মা ছিলেন ভারতের নবম রাষ্ট্রপতি। ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১৮ সালের ১৯ আগস্ট মধ্যপ্রদেশের ভোপালে তার জন্ম। ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর দিল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯৭০ সালে তিনি কোরআন শিরোনামে একটি কবিতা লিখেছিলেন। কবিতাটি ভারত ও পাকিস্তানের হিন্দি ও উর্দুভাষী মুসলমানদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। মূল কবিতার বাঙ্লায়ন এখানে উপস্থাপন করা হলো:

আমল করার কিতাব ছিল
দোয়ার কিতাব বানিয়ে দিয়েছো।

অনুধাবন করার কিতাব ছিল
পাঠের কিতাব বানিয়ে দিয়েছো।

জীবিতদের জীবনবিধান ছিল,
মৃতদের ইশতেহার বানিয়ে দেয়া হলো।

যেটা ছিল জ্ঞানের কিতাব,
মূর্খদের হাতে সেটা ছেড়ে দিয়েছো।

সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল এটা
স্রেফ মাদ্রাসার পাঠ্য বানিয়ে দিয়েছো।

মৃত জাতিদের বাঁচিয়ে তুলতে এসেছিল এটা
মৃতের জন্যে দোয়ার কাজে লাগিয়ে দিয়েছো।

হে মুসলমানেরা, এ তোমরা কী করেছো!