শ্রেয়া চক্রবর্তী
শ্রেয়া চক্রবর্তীর কবিতাগুচ্ছ
প্রকাশিত : আগস্ট ০৯, ২০২০
চলে যাওয়ার দিন
চলে যাওয়ার দিনটি বড় অদ্ভুত
কেউই জানে না, শুধু যে যায় সে জানে
চলে যাওয়াটা কিছুই নয়
কেবল এক গুলঞ্চ লতার হেলে পড়া সামান্য হাওয়ায়
এপাশ থেকে পাঁচিলের ওই পাশে
সকলেই বলে বড় ফাঁকা করে দিয়ে গেল
কেউ কেউ অশ্রু মোছে, হাপুস নয়ন
শুধু যে যায় সে জানে না এসব কিছু,
সে বড় পূর্ণ ঘট পা দিয়ে উল্টোবে এবার চরম উপহাসে
চারপাশে ছড়িয়ে আছে যা, কিছুই তো ফাঁকা নয়
সবেতেই কিছু না কিছু অভিমান জড়ো হয়ে আছে
কী হবে এসব দিয়ে?
চলে যাওয়ার মুখে আগুন দেবে যেজন
ব্যথায় কাতরাবে সে
অথচ পুড়ে পুড়ে খাক হওয়া মানুষ ব্যথার কিই বা জানে?
সে আর খবরও নেবে না
যে তাকে ব্যথা দিয়েছিল অকারণ
ভিড়ের ভেতর সেও চোখ মুছেছিল কিনা...
স্মৃতিসভা
কারো কারো চোখে জল
কেউ বলবে, ‘এও কি যাওয়ার সময় হলো?’
কেউ বন্ধু হারিয়ে হয়তো বা বিচলিত
যে চলন লঘু হতে হতে মিলিয়ে যাবে হাওয়ায় অতি দ্রুত
কেউ ভাববে ভালোবাসতাম তবু হায় বলা হয়ে উঠলো না
কারো আক্ষেপ থেকে যাবে যে, ব্যথা না দিলেও হতো তার
চিঠি না লিখে ফিরিয়ে দিয়েছিল যে
এবার লিখতে বসবে নিরুদ্দেশের চিঠি...
না, দেশের দশের কোনো ক্ষতি হবে না
শুধু কিছু পঙক্তি অসম্পূর্ণ থেকে যাবে
হাওয়ায় উড়বে ভালোবেসে সব ক্ষতি যে মেনে নেয়
তার কাঁধে মাথা রাখতে চাওয়ার নির্বাক অনুনয়
প্রিয় বন্ধুরা রাখবে স্মৃতিসভা
বেদিঘেরা গাছের ছায়ায়...
অপলাপ
হাতে হাতে অসুখ ছড়ায় আজ
নিশ্বাসে নিশ্বাসে বিষ
স্পর্শে কেন ভালোবাসা ছড়ায় না, বলো
শব্দে শব্দে আজ কেন নেই শুভাশিস?
কেন এই চেয়ে থাকা বুভুক্ষুর মতো
ত্রাণ আসে ধীরে অতিক্রান্ত যুগের চাকায়
অথচ ঘৃণা কত দ্রুত অতিকায় ঢেউয়ের পার
মেলে ধরছে তার দ্বিখণ্ডিত শির!
ছড়িয়ে পড়ছে দ্বেষ, ক্ষুধা, কান্না, অপলাপ
বিস্কোরণের গন্ধ যত পচাগলা দেশের সীমায়
ভালোবাসা মারির মতো, কেন তবু ছড়ায় না বলো
হাতে হাতে নিশ্বাসে প্রশ্বাসে ছোঁয়ায় ছোঁয়ায়?
ধান্দা
সমাজ শোধন বিপ্লব আর যুগচেতনার ফান্ডা
যে যাই বলুক মোটের ওপর আসল কথা `ধান্দা`
আমরা বাবু কাজ করে খাই ওসব কথায় নেই কাজ
রাজনীতি আর ধর্মের নামে তোরাই বরং খই ভাজ
কে বলেছে সৎ-অসতে ফারাক আছে কিঞ্চিৎ
কেজির দরে বিক্রি বিবেক হারিয়েছে ওর সম্বিৎ
লুটিয়ে যাচ্ছে যে যার মতো পাঁচে কিংবা পাঁচশো
আঙুল তুলতে থোড়াই লাগে দু’চার সিকি ট্যাক্সও
সবাই একটা লক্ষ্যে আছে সমাজসেবায় ভড়কে
এ ওর ল্যাজে আগুন দিয়ে যাচ্ছে চুপি সটকে
মিথ্যা কথায় অহংকারে ঝলসে উঠছে দশদিক
বলছি বাবু কাজ করে খাই, কবিতায় আর কাজ কি?
সময়টা আজ খারাপ বড্ড ঝাণ্ডাটা আজ থাক না
মরলে মুখে আগুন পাব? জীবন চুলোয় যাক না...
























