‘সমলিঙ্গের বিয়ে আর নারী-পুরুষের বিয়ে এক নয়’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২১

নর-নারীর প্রচলিত বিয়ের সঙ্গে সমলিঙ্গের বিয়ে কখনোই তুলনীয় নয় বলে দিল্লি হাইকোর্টকে হলফনামা দিয়ে জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

সরকার জানিয়েছে, সমলিঙ্গের বিবাহকে কখনোই ভারতীয় সংস্কৃতির অনুসারী প্রচলিত নর-নারীর বিয়ের সঙ্গে তুলনীয় নয়। বিয়ের মাধ্যমে দুই জৈবিক সত্তার মিলনে সন্তানের জন্ম হয়। এটা ভারতের চিরাচরিত রীতি। এর সঙ্গে সমলিঙ্গের বিয়ের তুলনা করা সম্ভব নয়।

দিল্লি হাইকোর্টে সমলিঙ্গে বিবাহকারী কয়েক জোড়া দম্পতি তাদের অধিকার নিশ্চিত করার জন্যে মামলা করেছিল। এই মামলাতেই নোটিশের জবাবে সরকার হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল।

কেন্দ্র এ কথাও জানায় যে, সমলিঙ্গে বিবাহকারীরা কখনও নারী-পুরুষের স্বাভাবিক বিয়ের মতো বিবাহ পরবর্তী সব অধিকার পেতে পারে না। তারা দিল্লি আদালতকে মামলাটি খারিজ করার পরামর্শও দিয়েছে।

সরকারের এই নীতির ফলে দেশে সমলিঙ্গের বিয়ের বিষয়টি প্রশ্নের মুখে পড়লো।