সহিংসতা পরিহার ও দেশকে স্থিতিশীল রাখতে ইনকিলাব মঞ্চের আহ্বান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৫
ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকতে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
পোস্টে বলা হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের হাতেই যেন দেশকে তুলে দেওয়া না হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভাঙচুর ও আগুন-সন্ত্রাসের মাধ্যমে একটি চক্র পরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
ইনকিলাব মঞ্চ জানায়, আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে কারা লাভবান হবে, সে বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে জঙ্গি আশ্রয়স্থল বা নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে, যার কোনো ইতিবাচক ফল নেই; বরং এতে দেশ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে।
ফেসবুক পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার রাজনৈতিক ও আন্দোলনের পুরো সময়ে জনগণকে সার্বভৌমত্ববিরোধী শক্তির পরিচয় তুলে ধরেছিলেন এবং সেগুলো মোকাবিলার পথও দেখিয়েছিলেন নিয়মতান্ত্রিক ও সচেতন আন্দোলনের মাধ্যমে।
পোস্টে আরও বলা হয়, দেশের এই লড়াই দীর্ঘমেয়াদি এবং তা কোনোভাবেই স্বল্প সময়ে অর্জন করা সম্ভব নয়। তাই সহিংস পথ পরিহার করে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে।
পোস্টের শেষাংশে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং সবাইকে সহিংসতা এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়।
























