সাদ রহমানের পাঁচটি কবিতা

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২০

উপন্যাসে গরিব ঘরের মেয়েদের আক্ষেপ

উপন্যাস লেখার তাড়নায় জানালা দিয়া যা যা দেখা যায়
যায় একটা গরিব পরিবার, আরও কয়টা পরিবার, মাঝে মধ্যে ঝগড়া, কঠিন ঝগড়া, আর বাড়িগুলার পিছনেও আরো বাড়ি আছে, সেগুলাও গরিব, কিন্তু সেগুলা দেখা যায় না
একটা বিল্ডিংয়ের ছাদে ছেলেরা আড্ডা দিতে ওঠে। সন্ধ্যার পরে নানা ধরনের গান গায়৷এই বাসায় কিছু ঘটনা ঘটছে। খুন হইছে
বারান্দায় এবং ছাদে মেয়েদের ও মায়েদের দেখা যায়
দূরে আই হসপিটালের পিছনের রাস্তাটা দেখা যায়। ওইখানে অনেক বস্তি আছে। বস্তির গল্পটল্প করা যায়, উপন্যাসের মাঝামাঝি অবস্থায়
একটা বিকাশের দোকান, সঙ্গে ফোন রিচার্জ হয়। গরিব ঘরের মেয়েরা ওই দোকানে আসে ফোনে টাকা ঢুকাইতে। ঢুকায়, এবং চইলা যায়
যাওয়ার পথে তারা লেখকের দিকে তাকায়, লেখককে তারা ভালোবাসতে চায়।

সাহিত্য ও বিষয়বস্তু

সাহিত্যের আছে করুণ সেকচুয়াল রস
যত খাবা, ততই তোমার পরবর্তী জীবন তার দ্বারা অনুপ্রাণিত হতে থাকতে পারে
হে পাঠক, আমার সেক্স কম, কিন্তু অনেক সাহিত্য আছে
তোমার প্রতি আমার অপরিহার্য প্রীতি

ওই দিন, বলি আমি যা যা দেখি
শীতের সন্ধ্যায় আমাদের প্রিয় পুরির দোকানের পিছন দিকের
পানি বাইর হবার ছোট্ট রাস্তায় একটি ঘাসের গায়ে
এক ফোঁটা ক্যানো জল থাকতেই যে পারে,
তা নিয়ে আমার পাঠকদের মধ্যে
আশ্চর্য ভালোবাসা তৈরি হয়ে যায়

পরবর্তীতে, রঙ বদলে সেটাই অনেক প্রকার রূপ নিয়ে একপর্যায়ে উচ্ছ্বাস বয়ে যায়
হে পাঠক, আমি খুব ভালোবাসি পাঠকের ভুবন এবং তোমায়
উপহার দেওয়ার দায়িত্ব থাকে আমার যা যা বিষয়বস্তু পাঠকের দিকে যায়

তুমি কি আমার সাথে যাইবা?

তুমি কি আমার সাথে যাইবা?
রাত্রে কি ঘুমাইবা
বাতাস হলে কি খুলবা
জানালার পরে জানালা
আর পর্দার পরে পর্দা?

তুমি কি আমার সঙ্গে খাইবা
কৌটার পরে কৌটা
জর্দার পরে জর্দা
পানের পরে পান
আর পিক ফেলবার পরে লাল?

তুমি কি জাকিরকেও ডাকবা
সাথে করে তালপাতাটাও আনতে
জাকিরের বউ থাকে
যেন আর জাকিরের বাচ্চাও?

আর কিছু নাই আমার চাওয়ার
এত রাতে
অন্ধ হয়ে যাব
যাব অন্ধ হয়ে কষ্টের অভিঘাতে

স্বদেশে আজিজ মার্কেটের নিচে

সহসা বৃষ্টি হয়
দাঁড়িয়ে থাকি আজিজ মার্কেটের শেডের নিচে
ইতিহাসে এই মার্কেট প্রায় বিশটি বছর
দখল করে থাকে আমারই পরোক্ষ বড় ভাইয়েরা
তাদেরও বড় ভাইদের প্রত্যক্ষ সুবিধায়

তাই আমার কোনো ভয় নেই

সহসা বৃষ্টি শেষ হয় আর আবারও
রোদ্রের তাপ তৈরি হলে আবারও যে
দাঁড়িয়ে থাকবো যে সে ইউপায় নেই

বেরিয়ে পড়ি, দেশের জন্য
আমাকেও কিছু তো করতে হবেই

কমল কুমারই সেরা

আমি কি আরো একটা নতুন ফেসবুক আইডি খুলবো না?
নাকি সারাদিন বই পড়ে পড়ে সময় নষ্ট করবো

কী করবো আমি, তোমরাও তো কেউই দেখতেছি
কিছুই করতেছো না

কী হলো কী— আমায় বলো তো, আজ ক্যানো আর
কারোরই কোথাওটি, কিচ্ছুটি করার নেই। নেই

এই দিকে, আমি খুঁজে হয়রান
শুধু একটি বই— `দাসক্যাপিটাল`
কারোর কাছেই নেই?
এবাদুর রহমান? (এই বইটির লেখক)

তবুও, লেখক প্রসঙ্গ এলে
নেহায়েৎ মিথ্যা বলবো না তাই
বলা ভালো, লোকটা কোথাও আছেই

কোথায় নাকি
বলেছেও সে, কমল কুমারই সেরা!