হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, ছাত্র-জনতার ঢল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৫

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থী ও সব স্তরের মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করে মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

দুপুরের দিকে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। বিক্ষোভের মধ্যেই শাহবাগ মোড়ে জুমার নামাজ ও আসরের আদায় করা হয়। আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সব স্তরের ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।