হাসান মাহমুদের কবিতাগুচ্ছ

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০১৯

পলাতকা চোখ

প্রেমান্ধ মন পাহারার ভয়ে দুঃখ গিলছে একা
পলাতকা চোখ বিষাদ বাগানে ঝিঁঝি গানে ভরে মন
থরে থরে রাখা স্বপ্ন রাতের ঘুমপাড়ানিয়া রেখা
ভাগ্যের শিঁকে ছিড়বে এখন গৃহ-বৃন্দাবন।

পাহাড় সমান ব্যবধান নিয়ে যৌথ পথের পাড়ি:
যেই ভ্রান্তির প্রহেলিকা মতে খুনসুটি করি রোজ
সোনা সোনা রোদ রূপালি ভোরের উন্মাদ অভিসারী
অবগত আছি সেখানেই হবে তোমার বিবাহভোজ।

কষ্টকথারা তাড়া খেয়ে হাঁটে ভিজে স্নায়ুর ঘামে
পৃথিবীতে খরা অথচ এখানে তুমুল বৃষ্টিপাত
আশ্রম-বাড়ি ঝিমুচ্ছে দেখো লৌকিক বদনামে
মুঠোফোনে জমা সিরিজ ম্যাসেজ ঘটালো আগুনপাত

পাহারা ভুলেই হঠাৎ যেমন অভিসারী হলে কাল
হৃৎপিণ্ডের পরকীয়া ডাক ভীষণ উন্মাতাল
পাহাড়কে করে সমতল আর নদীকে বানায় বাড়ি
পৃথিবীকে ডাকে আদরের বোন রসকে বানায় তাড়ি...

গল্প শেষ

শুধু ঘুরপাক; নাক ডাকা কুম্ভকর্ণ ঘুম
আপনারা মহারথী,
চাঁদের অধরে খান নিত্যদিন চুম!
হাসির ভাঁজেও থাকে টিপ্পনি,
টের পাই, তবু যাই মহাজনি ঘাটে
দুরের সাম্পান দেখে বুঝে নেই,
গল্প শেষ; ভানু গেছে পাটে...

রসায়ন

আমাদের এক তুষ্ট`দা ছিলেন; অভিনেতা, খেলোয়ার-সাথে বদনাম
ছিলেন তো ঝন্টু দাও। ঘোষপট্টি ছেড়ে তাদের
কত যে সুনাম
ছিল বাজার অবধি। কালিগঞ্জ, রানীগঞ্জ দধির আখ্যান
আজ তারা শুধু স্মৃতি। করুণার ধান!

আমাদের এক মমতাজ স্যার ছিলেন— স্কুল জুড়ে তার খ্যাতি বিলক্ষণ!
আশরাফ আলী; প্রিয় অনুরাগ! বোধের বাগান জুড়ে মেধার আকাশ
বিদ্যা, বৃষ্টি আর জ্ঞানের রসায়ন!
ছিল তুলনার অধিক তার প্রিয় সতীনাথ
কণ্ঠ যার অতীন্দ্রিয় পরম-প্রকাশ!

প্রিয় স্যার, এহেন ব্যাখ্যায় আপনি সন্তুষ্টি পান?
প্রশ্ন নেই উত্তরে আপনার হাসান...

নাশকতার বিরুদ্ধে কবিতা

এই নমনীয় রাত; একলা আকাশ
কত সহজেই বিলায় প্রণয়! সাথে
প্রশ্নহীন লেখাপড়া, চিত্রকলা, চারু উদ্যান!
শুধু আহাজারি করে কিছু বৃষ্টির আলাপ। সাথে দৃশ্যহীন গুঞ্জন!

মেঘ, তুমি আরও, আরও সদালাপী হও...
পৃথিবী সজাগ