হাসান মোস্তাফিজের ৩ কবিতা

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০১৯

স্কেচ

সব আশাবাদ স্তব্ধ— মিছিলে স্তিমিত স্লোগান
দীর্ঘশ্বাসে ধূসর সন্ধ্যা স্বাধীন,
চোখজুড়ে সিলিকনের তোলপাড়।
ঘুমন্ত মহিমা সাড়াশব্দের অপেক্ষায়,
                    কাকের রেস্তোরাঁয়
পেন্সিলে কত সীমাহীন প্রপেলার আঁকা।

সবদিকে তুখোর সমালোচনা— নির্মোহে সব মাটি সংকোচে বন্দি
শনাক্তপত্রে যত অভিশাপ লিখিত,
বিবরণে ছন্দপতন, সাতটি তারার হত্যাকাণ্ড সফল
বন্দরচিহ্নে যে কোনো দিনই নিষিদ্ধ।

অনন্যা

সৌন্দর্যতত্ত্বে উদ্দীপনা, উদ্দামতা
উথাল-পাতাল মনোভাব
মুখমণ্ডলে জঙ্গলের আগমন
                      নিদারুণ
                      কুৎসিত,
দু`চোখ মেলে কিংবা বন্ধ করে
আশাহত হবার প্রতীক্ষা।

হাতুড়ির জীবনযাপন, যেখানে দাবি নেই
সোনালি গল্পের নিজস্ব জ্যোৎস্না নেই
শুধু বলার জন্য বেঁচে থাকা,
সময় কাটানোর অন্যতম উৎস!

রিকশা

একটা রিকশা খাচ্ছে শয়তানের রক্ত
সেই রিকশার দিক তাকালে ভঙ্গিমা পচে,
আত্মহত্যাকারীদের লাশ খুঁজে বেড়ায় এই রিকশা
নিজে পান করে শয়তানের রক্ত
অন্যদের পান করায় সেক্সস্বাদের মধু।

ভাড়ায় খাটে না রিকশাটি
বরং আহ্বান করে খাটে,
সাদা আলোয় পিতলের বেল বাজিয়ে
হিজড়াদের ঘৃণা করে,
অলৌকিক বড়শির টানে
চলছে দিন-রাত, ট্রাফিক ঘুষ দিয়ে।