হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে: জামায়াত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক মানের হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের রাজনীতি আইনের শাসন এবং বিচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন আজ। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকারপ্রধানের সর্বোচ্চ সাজার রায় হলো। এটা স্মরণীয় হয়ে থাকবে। আপনারা দেখেছেন, আজকে রায়ের দীর্ঘ সময় ধরে বিচারকরা যে রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কী পরিমাণ নিষ্ঠুর ঘৃণা, প্রতিহিংসামূলক অপরাধ করেছেন।”
তিনি আরও বলেন, “তাদের পত্রপত্রিকা, অডিও-ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যেসব তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কোট-আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। এ রায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে আজকের রায়ে কিছু স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। কারণ সুবিচার তারা দেখতে পেয়েছে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা মনে করি, এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারও নেই। কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। যাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, আয়নাঘরে খুন করে ক্রসফায়ারে বিভিন্নভাবে শেষ করা হয়েছে, পিলখানা-শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে।”
তিনি আরও বলেন, “এটা প্রথম রায় আমরা পেলাম। সেজন্য আমরা মনে করি, সবগুলোরই নিরপেক্ষ-স্বচ্ছ বিচার হওয়া উচিত। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে তাদের ক্ষতিপূরণ হয়তো কোনো দিন হবে না। কিন্তু একটা সুবিচার তারা দেখতে পেল।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “এজন্য রাষ্ট্র বা সরকারপ্রধান যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্য দিয়ে আজকে সেটি প্রমাণিত হলো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, ড. এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন।
























