৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে।

 

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।’

 

এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাইয়ের ফল আজ প্রকাশ করা হল।

 

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে।

 

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২১৯ জন। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২১ জুলাই এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।