আলোকিত হলো ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০১৯

সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হলো চট্টগ্রামের হাটহাজারীর ত্রিপুরা পল্লীর মুনাই পাড়া। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উদালিয়ার গ্রামের বশিরহাট বাজারের পশ্চিমে মুনাই ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবারে সোমবার সৌরবিদ্যুৎ পৌঁছে দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে পশ্চিম উদালিয়ার মুনাই ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবারের প্রত্যেক ঘরে সৌরবিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। পরিবারগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে তিনটি লাইট ও একটি টু-পিন হোল্ডার ব্যবহার করতে পারবে।

সোমবার সন্ধ্যায় পল্লীটি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, “মুনাই পল্লীবাসীদের একটানা তিনবছর কোনো খরচ ছাড়াই এ সুবিধা দেয়া হবে।”