যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান তৈরি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে এখনও ইরান তৈরি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ শুক্রবার তুরস্কে অবস্থানকালে বক্তব্যে তিনি এ কথা জানান।

আব্বাস আরাঘচি বলেন, “উত্তেজনা নিরসনের একমাত্র পথ কূটনীতি। সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে ন্যায় ও আইনের শাসন।”

তিনি আরও বলেন, “চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না। আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না। সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ।”

তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: আল জাজিরা