আগ্নেয়াস্ত্রসহ বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেফতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬
মাগুরার শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট ও তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ শুক্রবার ভোরে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি রামদা, দুটি ছুরি ও দুটি চাকু উদ্ধার করে।
এ সময় দুই সহোদরকে আটক করে শালিখা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। গ্রেফতার বিএনপি নেতা চকলেট মুন্সি ও যুবদল নেতা নয়ন মুন্সি শালিখা উপজেলার আড়পাড়ার মুন্সি শহিদুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। তবে ৫ দিন আগে ২৪ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ পদে পুনর্বহাল করা হয়।
শালিখা থানার ওসি আবু সাঈদ বলেন, “যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটকদের নামে অবৈধ অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।”























