
অটিস্টিক শিশুরা কেমন হয়
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০২, ২০১৮
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হয়েছে নানজীবা খানের লেখা প্রথম বই ‘অটিস্টিক শিশুরা কেমন হয়’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন নানজীবা খান নিজেই। মেলার অন্বেষা প্রকাশন প্যাভিলিয় ২২ এ বইটি পাওয়া যাবে । বইটির দাম দুশো টাকা।
বইটি সম্পর্কে নানজীবা ছাড়পত্রকে বলেন, প্রথম বই, তাই খুবই ভাল্লাগছে। এখন শুধু বই প্রকাশের পরের ফলাফলের অপেক্ষায় আছি। চেষ্টা করেছি লেখার। কেমন হয়েছে সেটা পাঠকদের বিচারের ওপর নির্ভর করে। আমরা অনেকেই শিশু অধিকার নিয়ে কাজ করছি। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছি। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়টি আমার মতে এখনও তুলনামূলক আড়ালে আছে। আমাদেরই দায়িত্ব তাদের নিয়ে ভাবা, তাদের জন্য কিছু করা।
তিনি আরও বলেন, বইটি লেখার চিন্তা এসেছে ঘর থেকেই। আমার আপন ছোট ভাই তাসিন খান জীম একজন অটিস্টিক শিশু। জীমকে মাথায় রেখে বাস্তব অভিজ্ঞতা ও বিষয়টি পর্যালোচনা করে তথ্য-উপাত্তসহ অটিজমের সংজ্ঞা, প্রকারভেদ, কারণ, লক্ষণ, বিকাশ, বৈশিষ্ট্য, চিকিৎসা, করণীয় এবং অটিস্টিক শিশুর বেড়ে ওঠা, আচরণ, প্রশিক্ষণ, শিক্ষা, সচেতনতা, সামাজিক প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতাসহ ইত্যাদি বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, বইটি সবার ভালো লাগবে।
নানজীবা খান একাধারে ট্রেইনি পাইলট, সাংবাদিক, পরিচালক, উপস্থাপক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিএনসিসি ক্যাডেট অ্যাম্বাসেডর এবং বিতার্কিক। বর্তমানে তিনি অ্যারিরাং ফ্লাইং স্কুলে ট্রেইনি পাইলট হিসেবে অধ্যয়ন করছেন। স্বপ্ন আকাশ ছোঁয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের (হ্যালো) সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত উপস্থাপক, প্রামাণ্য চলচিত্র নির্মাতা হিসেবে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসহ আরও পুরস্কার। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট অ্যাম্বাসেডর হয়ে ১১ দেশের সামনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বিদেশের মাটিতে। এছাড়া স্কুল ও কলেজ জীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন বিতার্কিক হিসেবে। ছিলেন ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি। সম্প্রতি তিনি ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।