‘অতীত একটা ভিনদেশ’ জাদু ও বিস্ময়ের ঘোর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২০

‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পের মধ্যেই এক ধরনের জাদু আছে। কী রকম জাদু! জাদুটা হলো, পাঠক যখন গল্পগুলো পড়ছেন তিনি তখন যুগপৎভাবে এক ধরনের বিস্ময় ও ঘোরের মধ্যে পতিত হবেন।

গল্পের চরিত্ররা অতীত-বর্তমান ও ভবিষ্যতে ঘুরে বেড়ায় অনায়াসে। এমনকি মৃতরাও ফিরে আসে কিংবা জীবিতরা চলে যায় মৃতের জগতে। পাঠক প্রায়শই ধন্দে পড়ে যাবেন, ঘোরের মধ্যে জীবিত-মৃতের বা অস্তিত্ব-অনস্তিত্বের মাঝে হারিয়ে ফেলবেন নিজেকে।

নন্দিত লেখক হারুকি মুরাকামির মতো এই বইয়ের লেখক মোজাফফর হোসেনও বিশ্বাস করেন, আমরা সবসময় একটা বানোয়াট বা আরোপিত পরিস্থিতির মধ্যে বাস করছি। ফলে লেখকের গল্পেও তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

বইয়ের আঠারোটি গল্পে লেখক মুন্সিয়ানার সঙ্গে নানারকম, নানা পদের জীবনের বাঁক বদলের কথা লিখেছেন যা পাঠ করলে পাঠকের মধ্যেও তৈরি করবে আরেক ভিন্ন জগৎ– বইয়ের গল্পগুলোর বড় বৈশিষ্ট্য এটিই।

পাঞ্জেরী থেকে প্রকাশিত এই লেখকের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বইগুলো হচ্ছে, ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ এবং ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’।

‘অতীত একটা ভিনদেশ’ বইটি পাওয়া যাচ্ছে পিবিএসসহ সারাদেশের বই বিক্রয়কেন্দ্রগুলোতে। অর্ডার করা যাবে অনলাইনেও (www.fb.com/PBSLTD/)। এছাড়া অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ পাঞ্জেরীর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি (প্যাভিলিয়ন নং ১৯)।

একুশে বইমেলা ২০১৮